দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সম্প্রচারিত প্রধান মন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়। এ সময় সরকারী কর্মকর্তা/কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।১৬-২০ এপ্রিল ওই সেবা সপ্তাহ চলবে।