‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ শ্লোগানকে সামনে রেখে সপ্তাহ ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় স্বাস্থ্য সেবা ২০১৯খ্রি. উদযাপন করছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা জিমনেসিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে স্বাস্থ্য সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, জেলা পরিষদের নারী সদস্য ফরিদা পারভিন, পরিসংখ্যানবিদ আরশাদ মাহমুদ প্রমুখ। এর আগে বিটিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয় স্বাস্থ্য সেবা উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার কার্যক্রম বড় পর্দায় প্রদর্শন করা হয়।