দাকোপে রুপালী ব্যাংক লিঃ চালনা বাজার শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকাল ৩ টায় চালনা পৌরসভার চালনা বাজার দুলাল সাহার বাড়ীর দ্বিতীয়তলায় শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফিতাকেটে উদ্বোধন ঘোষনা করেন খুলনা বিভাগীয় রুপালী ব্যাংক লিঃ’র মহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায়। সম্মানিত বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মুনসুর আলী খান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপ ব্যবস্থাপক (জোনাল ম্যানেজার) মোঃ সাইফুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক নাসির উদ্দিন হালদার, চালনা পৌর সভার সাবেক মেয়র অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি সঞ্জয় কুমার মোডল, দাকোপ প্রেস ক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, শিক্ষক পরিতোষ বিশ্বাস, ব্যাংক গ্রাহক জি এম রেজা প্রমুখ।