দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা গ্রামীন জনপদের দৌর গোড়ায় পৌছে দিতে মানুষকে হাসপাতালমুখী ও আপনার ডাক্তারসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কে বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার কাজে সহযোগিতার জন্য দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলামসহ চার সাংবাদিককে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা স্বারক প্রদান করা হয়।
বিভিন্ন সময় এ হাসপাতালের এসব সংবাদ পরিবেশন করে সারাদেশে এ হাসপাতালটি মডেল এবং ঊর্ধ্বতন কর্তপক্ষের বিশেষ নজরে পড়েছে। এ কারণে বাংলাদেশ প্রতিদিনের দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম ছাড়াও কালের কন্ঠের ইমদাদুল হক মিলন, ডেইলী স্টারের কংকন কর্মকার ও যুগান্তরের একরাম হোসেন তালুকদারকে এ সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
প্রত্যন্ত গ্রামের সাধারন মানুষের স্বাস্থ্য সেবা, তাদের দোঁড়গোরায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে ব্যতিক্রমী সেবা কার্যক্রম ‘আপনার ডাক্তার’ চালু করেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স এর চিকিৎসকবৃন্দ। এতে ব্যাপক সাড়া ফেলে গ্রামাঞ্চলের সাধারন মানুষের মাঝে।‘আপনার ডাক্তার’ অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর কবিরসহ চিকিৎসকরা হাসপাতালের চিকিৎসা ও অন্যান্য বিষয়ে সেবা গ্রহনকারীদের সুবিধা-অসুবিধা মতামত গ্রহণ করেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেন। হাসপাতালের বিভিন্ন কার্যক্রম যেমন প্রসূতি সেবা, ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ ক্লিনিক ও অন্যান্য সেবা নিয়ে বিষদ আলোচনা করা হয় ও গ্রামবাসীকে হাসপাতালের সেবা নেয়ার জন্য উৎসাহিত করা হয়। পাশাপাশি বাড়ীতে সন্তান প্রসব বিষয়ে নিরুৎসাহিত করা হয়। এ ছাড়াও হাসপাতালে স্বাভাবিক প্রসবের সুব্যবস্থার পাশাপাশি প্রতি প্রসূতি মাকে উপহার সামগ্রী প্রদান করা হয়। এতে হাসপাতালমুখী হচ্ছে এ এলাকার প্রসূতি মা ছাড়াও সাধারন মানুষ।“আপনার ডাক্তার” কার্যক্রম হাসপাতালের মিটিং রুমে সেখানে প্রতি মাসের একদিন সেবা গ্রহনকারীদের সাথে মুখোমুখি হয় এখানকার চিকিৎসকগন। দেশের প্রথম রোগীর স্বজনদের জন্য হাসপাতালে লাইব্রেরী স্থাপন এবং খাবার কর্নার স্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গির হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিরুল ইসলাম, ডা. সমরেশ দাস প্রমুখ।