বাঙালীর উৎসব পহেলা বৈশাখকে বরন করতে ঘোড়াঘাট সরকারী-বেসরকারী সামজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে উৎসব পালন করে। উপজেলা প্রশাসন সকালে আনন্দ র্যালী,পান্তাভাত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটিকে বরন করে নেয়। এ ছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান র্যালী ,শোভা যাত্রা ও পান্তাভাত খাওয়ার আয়োজন করে। এ উপলক্ষে ঘোড়াঘাট ফুটবল খেলার মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলার। উপজেলা প্রশাসন এর আয়োজনে পান্তাভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম,ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আমিরুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।