‘স্বাস্থ্যসেবা অধিকার,শেখ হাসিনার অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরে স্বাস্থ্যসেবা সপ্তাহ’র উদ্বাধন করা হয়। প্রধানমšী¿ শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকাল সাড়ে ১০টায় সারা দেশব্যাপি স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরনেওয়াজ আহমেদ,ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন,ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর,ওসমানপুর অংশের সভাপতি জিল্লুর রহমান, হাসপাতালে কর্মরত ডাক্তারগন,নার্স, কর্মকর্তা/কর্মচারীবৃন্দ,স্বেচ্ছাসেবক সংগঠন আমাদের পৃথিবীর সহ সভাপতি ডাঃ গোপাল চন্দ্র সরকার,সাধারন সম্পাদক সাইদুর রহমানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরনেওয়াজ আহমেদ জানান,স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালী,স্বাস্থ্য সচেতনামুলক আলোচনা সভা,ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন,বিশেষজ্ঞ চিৎিসক দ্বারা স্বাস্থ্যসেবা প্রদান সহ পরিষ্কার পরিছন্ন অভিযান। আগামি ২২ শে এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যসেবা সপ্তাহ চলবে।