খুলনার পাইকগাছায় সাংবাদিকের উপর হামলাকারী এম ডি রাসেল একের পর এক অপকর্ম করে এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। কথিত ছাত্রলীগ পরিচয়ে রাসেল এলাকায় একের পর এক বিভিন্ন অপরাধ মূলক কর্মকা- অব্যাহত রেখেছে। সর্বশেষ একজন উচ্চ শিক্ষিত সিনিয়ার সাংবাদিকে তাঁর বাহিনী নিয়ে হামলা করেও বহাল তবিয়াতে রয়েছে। স্থানীয়দের প্রশ্ন রাসেলের ক্ষমতার উৎস কোথায়? প্রতিনিয়ত মারামারি করেও আছে খোশ মেজাজে। তাকে শাসন করার মত কেউ নেই কপিলমুনি এলাকায়? তার বাহিনী এক সদস্যকে পুলিশ মঙ্গলবার ভোর রাতে এক মোবাইল চুরির ঘটনায় আটক করেছে বলে জানা গেছে। রাসেল ও তার সাঙ্গপাঙ্গরা সাংবাদিকের উপর হামলা করেই খ্যান্ত দেয়নি। হামলা করার পর পর রাসেল তার ফেসবুক আইডিতে উদাত্তপূর্ণ স্টাটাস দিয়ে লিখেছেন ধারাবাহিক গণধোলাই..... তার এমন উদাত্তপূর্ণ স্টাটাস দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় সাংবাদিক সহ এলাকাবাসীর মধ্যে। কপিলমুনি ইউনিয় পরিষদের এক ইউপি সদসের পুত্র এম ডি রাসেল। জানাযায় তার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে কানেকশন এবং পরিবারের অতিত রাজনৈতিক পরিচয়ে পুশিল বাহিনীতে চাকরি হয়নি।
কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি ইমরান খান বলেন, রাসেল ছাত্রলীগের কেউ না। সে নিজেকে বিভিন্ন স্থানে ছাত্রলীগের সভাপতি দাবী করায় আমি নিজে চরম ইমেজ সংকটে রয়েছি। তার কৃতকর্মের কোনো দ্বায়ভার নিবে না ইউনিয়ন ছাত্রলীগ।
রাসেল ছাত্রলীগের কেউনা বলে দাবী করেন পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মশিয়ার রহমান। তিনি বলেন রাসেল ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নয়। অথচ এম ডি রাসেলের ফেসবুক আডিতে সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, কপিলমুনি ইউনিয়ন শাখা পরিচয় দিয়েছে।
এম ডি রাসেল জানান, সাংবাদিকের সাথে কথাকাটাকাটির এক পর্যায় ঠেলাঠেলি হয়েছে কিন্তু মারামারি হয়নি। যদি তিনি নাই মারেন তাহলে কেনো তিনি ফেসবুকে স্টাটাস দিয়েছেন সে প্রসঙ্গে তিনি কোন মন্তব্য না করে ফোন রেখে দেন।