শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিতে অংশগ্রহণ নিশ্চিতকরনে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার নলকুড়া ইউপির সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়শনের ভাইস চেয়ারম্যান চিন্তাহরন হাজং। এতে বক্তব্য দেন নলকুড়া ইউপি সচিব মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্য মো. জিয়াউল হক, মো. আবদুর রাজ্জাক, আদিবাসী নেতা যুগল কিশোর কোচ, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী মো. জাহিদুল হক মনির প্রমুখ। বেসরকারী সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) সহায়তায় হিউম্যান রাইডস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি) শেরপুর আয়োজিত সভায় ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন।