নীলফামারী সদর উপজেলার কিসামক পচাপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিআরএল রত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমসের আলীর বিরুদ্ধে সম্পত্তি দখল সহ অনিয়মের বিস্তর অভিযোগ উঠেছে। সঙশ্লিষ্ট বিভাগে দায়ের করা অভিযোগে জানা যায়, ১৯৭৩ সালে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কিসামত পচাপুকুর মৌজায় কিসামত পচাপুকুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নামে আলাদা আলাদা দুইটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বিদ্যালয় ২টি সমন্বয় করে একিভূত করা হয়। একিভূত হওয়ার পর অপর বিদ্যালয়ের ৪২ শতাংশ জমি নিজ নামে মাঠ পর্চা, বিএস রেকর্ড এর মাধ্যমে দখল ও পুকুর খনন করে ভোগদখল করে আসছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমসের আলী। এ ছাড়া বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত সোলার প্যানেল, টিউবওয়েল, পাম্প, ইউনিসেফ কর্তৃক প্রাপ্ত লুকিং গ্লাস তিনি নিজ বাড়িতে নিয়ে যান। এদিকে অভিযোগের ভিত্তিতে ১১ এপ্রিল সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মাহাতাবুর রহমান তদন্তে যান। তদন্তে বিষয়টি প্রমানিত হয় বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক সমসের আলী তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন।