কিশোরগঞ্জের বাজিতপুর ৬৬ টি কেন্দ্রের মধ্যে বন্ধ ৬ টি কেন্দ্রের ভোট গ্রহণ আজ বুধ বার সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জানাযায়, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ জুবায়ের প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স ও নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে পাঠিয়েছেন। কেন্দ্রগুলো হল, বাজিতপুর পৌর শহরের রাজ্জাকুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ, গাজিরচর ইউনিয়ন পরিষদ কেন্দ্র, সরিষাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও পিরিজপুর জুয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই ৬টি কেন্দ্রে মোট ভোটের সংখ্যা প্রায় ১৮ হাজার। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ছারওয়ার আলম তার প্রতিদন্দী বিদ্রোহী প্রাথী মোবারক হোসেন মাষ্টার এর চেয়ে ১০ হাজার ৭ শত ৫৪ ভোটে এগিয়ে রয়েছেন এবং জাতীয় পার্টির আমিনুল ইসলাম (জামাল) ভোট পেয়েছেন ৫৫৩ টি। অন্যদিকে ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান ও ৬ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রতিদন্দীতা করছেন।