পিরোজপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হয়েছে। ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’- এ শ্লোগানে পিরোজপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সদর হাসপাতাল চত্তর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন প্রাঙ্গন গিয়ে শেষ হয়। এর আগে পিরোজপুর সদর হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিংয়ে উপস্থিত থেকে সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। সদর হাসপাতালের তত্তাবধায়ক ও সিভিল সার্জন ডা. মো: ফারুক আলম, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রাম কৃষ্ণ দাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুনিল চন্দ্র সেন, ডাঃ তানবীর আহম্মেদ সিকদার (টিএইচএ)আর এমও ডাঃ ননী গোপাল রায়, টিএইচএ ডা: শিশির রঞ্জন অধিকারীসহ এ সময় জেলা নার্সেস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় রোগীদের ফ্রি ঔষুধ বিতরণ করা হয়।