বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হাসপাতালের উদ্যেগে গতকাল মঙ্গলবার সকালে হাসপাতাল চত্তর থেকে র্যালী বের হয়ে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে বিভিন্ন স্থান ঘুরে চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.একেএম মনিরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, উপজেলা হাসপাতালের আরএমও ডা.বখতিয়ার আল মামুন, পরিবার পরিকল্পনার বিভাগের ডাক্তার অসীম রঞ্জন হালদার, ওই বিভাগের কর্মকর্তা অমিয় রতন ঘটক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কালজ দাশ গুপ্ত প্রমুখ।