ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্তরের খোলা মঞ্চে স্থানীয় যুবলীগের উদ্যোগে গত সোমবার সন্ধায় এক বৈশাখী কনসার্ট সম্পন্ন হয়েছে। বাংলা নববর্ষ-১৪২৬ বঙ্গাব্দর আনন্দ আরও চাঙ্গা তরে তোলার জন্য জন্য উপজেলা পরিষদে দ্বিতীয় দফায় এ সাংস্কৃতি সন্ধার আয়োজন করেন যুবলীগ। খুলনা বেতার কেন্দ্রের ‘মর্ডান গ্রুপ’ নামক ব্যান্ড দল ওই দিন সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক সংগিত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন।
এ বৈশাখী কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ বৈশাখী কনসার্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দীপু খালাসী ও সাধারন সম্পাদক মোঃ খোকন মোল্যা।
জানা যায়, বাংলা নববর্ষের দ্বিতীয় সন্ধায় এ বৈশাখী কনসার্টের আনন্দে উপজেলায় দূর দুরান্ত থেকে নারী পুরুষ দর্শখ শ্রোতারা ভীর জমাতে থাকেন। পরে সন্ধা ৭টা থেকে টানা রাত ১১টা পর্যন্ত বিভিন্ন প্রকার গান পরিবেশনের মধ্যে দিয়ে কনসার্টের সমাপ্তি ঘোষনা করা হয়।