জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের মাদবপুর গ্রামে বৃহস্পতিবার রাত ২টার পর কোন এক সময়ে দূর্বিত্তরা আগুনে পুড়িয়েদিল একটি বসতবাড়ীর ৩টি ঘর, বৃহস্পতিবার রাত ২টার পর কোন এক সময়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানাযায় প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়ার পর বাড়ীতে থাকা ২জন মহিলা ও একটি বাচ্ছা নিয়ে তারা ঘুমিয়েপড়েন। অনুমান রাত ৩টার দিকে হঠাৎ ঘুম ভেঙ্গেযায় রফিকুল এর স্ত্রী নার্গিস বেগমের,তৎক্ষনাত দেখেন বাড়ীর চতুর্দিকে সবগুলি ঘরে একযোগে আগুন জলছে। সে তার শাশুরী ফুলেমা খাতুন ও বাচ্ছা সাকিবুলকে নিয়ে প্রান বাঁচানোর জন্য দৌড়াইয়া ঘরথেকে বাহির হইয়া চিৎকার শুরু করেণ।এই গভীর রাতে কিছু সংখ্যক লোকজন ঘটনাস্থলে আসলেও কোন কিছুই রক্ষা করতে পারেননি তারা,এতক্ষনে বাড়ীর দুইটি বশতঘর একটি রান্না ও গোয়াল ঘর পুড়েছাই হয়েগেছে। আগুনের তাপে গোয়ালঘরে থাকা গরুগুলি দিকবেদিক ছুটাছটি করে প্রানে বেঁচেযায়। এতেপ্রায় তিনলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার। পরিবারের লোজন জানান ঘটনার দুইদিন আগে প্রতিবেশী খালেক, মজিব, হাসেন ক্ষতিগ্রস্থ বাড়ীওয়ালাদের সাথে ঝগড়া করে। তারা আরো জানান যে এদের দ্বারা আগুন লাগানোর ঘটনা ঘটতে পারে বলে সন্ধেহপোষন করছেন তারা। কর্মকর্তা ইন-চার্জ মোঃ মিজানুর রহমান বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করি বিষয়টি খুুবই মর্মান্তিক এ বিষয়ে শুক্রবার বাড়ীর মালিক বাদশা মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেছেন।