‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মোল্লাহাটে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ১৬-২০ এপ্রিল ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান বড়পর্দায় সম্প্রচারের মাধ্যমে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাান মন্ত্রনালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মোল্লাহাট অফিসার্স ক্লাবে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবদুল গফুর, উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পণা কর্মকর্তা আঃ রকিব, সাংবাদিক মোঃ আমির আলী ও মোঃ জেহাদ সিকদার, স্বাস্থ্য পরিদর্শক দিলিপ কুমার বিশ্বাস ও পরিসংখ্যানবিদ মোঃ আবু তাহেরসহ সংশ্লিষ্ট ব্যাক্তিগণ প্রমূখ।