শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা স্মৃতি পদক-২০১৯ পেলেন মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ কবির হোসেন খান। তিনি ১২ এপ্রিল বিকাল ৪টায় ঢাকার সেগুন বাগিচায় আখতার ইসলাম অডিটোরিয়ামে মাদার তেরেসা স্মৃতি ফাউ-েশন আয়োজিত গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে এ পদক গ্রহণ করেন। অধ্যক্ষ মোঃ কবির হোসেন খান মুলাদী পৌরসভার আলহাজ¦ আবদুল জব্বার খানের পুত্র। তিনি ১৯৮৯ সালে বরিশালের সরকারি বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে সম্মানসহ ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ১৯৯৩ সালে চরকালেখান আদর্শ কলেজে হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে ১৯৯৪ সালে তিনি ওই কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করে বর্তমানে কর্মরত আছেন। অধ্যক্ষ মোঃ কবির হোসেন খান মুলাদী টেকনিক্যাল এ- বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও কৃষি কলেজের প্রতিষ্ঠাতা, মুলাদী মহিলা কলেজের দাতা সদস্য ও বর্তমান সভাপতি এবং আল রাজী ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা। মুলাদী উপজেলায় শিক্ষা বিস্তারে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুলাদী মহিলা কলেজের মেধাবী ও দরিদ্র ছাত্রীদের জন্য তিনি কলেজ থেকে নিজস্ব অর্থায়নে বৃত্তি, কলেজ ড্রেস প্রদানের ব্যবস্থা করেছেন। শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখার স্বীকৃতি সরূপ মাদার তেরেসা স্মৃতি ফাউ-েশন তাকে পদক প্রদান করে। মাদার তেরেসা স্মৃতি ফাউ-েশনের চেয়ারম্যান সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গোব মোর্শেদের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোঃ শামসুল হুদা, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা এমপি, ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা, সঙ্গীত শিল্পী বেগম ফেরদৌস আরা, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রোকন উদ দৌলা, মাদার তেরেসা স্মৃতি ফাউ-েশনের সভাপতি মোঃ আওলাদ হোসেন, মহাসচিব রেজাউল কবির রিপন প্রমুখ। অধ্যক্ষ মোঃ কবির হোসেন খান মাদার তেরেসা স্মৃতি পদক লাভ করায় চরকালেখান আদর্শ অনার্স কলেজ, মুলাদী মহিলা কলেজ, মুলাদী টেকনিক্যাল এ- বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মুলাদী কৃষি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ তাকে অভিনন্দন জানিয়েছেন।