চট্টগ্রামে সিলিন্ডার রিফল করার সময় বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এরা হলেন- ফেনীর মো. ছাবেদ (৩২) ও বরিশালের পবিত্র কুমার দাশ (৫৮)। এ ঘটনায় আরো তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিটে শহরের নাসিরবাদ শিল্প এলাকায় সিরাজ আনো অক্সিজেন কারখানায় ওই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সহকারী পরিচালক জসীম উদ্দীন। এ ঘটনায় চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ শ্রমিক নূর ওসমান(৩০) এর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় এলাকাবাসী জানায়, ওই কারখানায় সকালে সিলিন্ডার রিফল করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর লোকজন মারাত্মক আহত শ্রমিকদের চমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই শ্রমিক মারা যায়। অভিযোগ উঠেছে-কারখানায় জরুরি অগ্নিনির্বাপণ ও শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম ছিল না। এমনকি আরসিসি ওয়ালের পরিবর্তে দেওয়া হয়েছিল নি¤œমানের ওয়াল।