বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা “কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের” উদ্যেগে ২০২৬ বাংলা নববর্ষ বরন, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে শুভ সম্ভাবনার নতুন দিন আনবার প্রত্যয়ে প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠলো সংশয়বিনাশী চিত্ত। আগৈলঝাড়ায় শুরু হলো বাঙালির বর্ষবরণ। গান আর নৃত্যা অনুষ্ঠান। সোমবার বিকেলে উপজেলার বাগধা ‘কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের” মাঠে বাংলা নববর্ষ বরন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কমিটির আহ্বায়ক মো.আমিনুল ইসলাম দিলীপ এর সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাগধা কল্লোল পল্লী মঙ্গ তরুন সংঘের পক্ষ থেকে বাগধা স্কুল এ- কলেজের ১৭জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। বাগধা স্কুল এ- কলেজের অধ্যক্ষ আবদুর রহমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ফরাদ তালুকদার, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক ইউনুস আলী মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি মো.সাইদুল সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, স্থানীয় ওয়াদুদ খান, কাউয়ুম তালুকদার ও মোখলেস সরদার প্রমুখ।