রাজশাহীর বাঘায় এইচএসসি পরীক্ষায় নকল করার অপরাধে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাঘা ইসালামী একাডেমি কেন্দ্রের ফাজিল মাদ্রাসার ভেনু কেন্দ্রে এ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এ কেন্দ্রে ইসলামি একাডেমি ও জোতরাঘব উচ্চবিদ্যালয় এ- কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ কেন্দ্রে মোট ১০৯ জন পরীক্ষার্থী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হিসাব বিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ করে। বহিস্কৃত ছাত্র জোতরাঘব উচ্চবিদ্যালয় এ- কলেজের পরীক্ষার্থী ছিল।
কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আহাদ আলী। শিক্ষার্থী বহিস্কারের বিষয়ে নিশ্চিত করেন ইসলামি একাডেমির অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আবদুল কাদের বলেন, বহিস্কৃত শিক্ষার্থীর বডি চার্জ করে অবৈধ কিছু কাগজ পাওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে। চলতি কোন পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবেনা।