“স্বাস্থ সেবার অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমার উপজেলায়ও জাতীয় স্বাস্থ সেবা সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ ্টার দিকে কমপ্লেক্স হলরুমে সপ্তাহটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার উপস্থিত ছিলেন। শিশু বিশেষেজ্ঞ ডা. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, থানার অফিসার্স ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান রওশন কার্নিজ, প্রেস ক্লাব সভাপতি মো: মোজাফ্ফর আলী, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রায়হান বারী, যুব লীগ আহ্বায়ক আমিনুর রহমান রিমুন প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে আগামি ২০ এপ্রিল জাতীয় স্বাস্থ সেবা সপ্তাহটি শেষ হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ ও প: প: কর্মকর্তা ডা. মো: মেহেফুজ আলীর নিকট একটি এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করায় সভায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।