ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী বাজারে অগ্নিকা-ে ৬টি দোকান ও মালামার পুড়ে ছাঁই হয়ে গেছে। অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমান অনুমানিক ২৫ লক্ষ টাকার। সোমবার দিবাগত রাত ১২ টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে চাঁদপুর ও রায়পুর থেকে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ও এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. সেলিম খাঁন জানান, কড়ৈতলী বাজারের মধ্য গলীতে আনুমানিক রাত ১২ টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকা-ে সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাজারের ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ সম্পূর্ন পুড়ে যাওয়া। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন: মো. নজরুল ইসলাম, মকবুল হোসেন কালু মনির হোসেন দর্জি, মনির গাজী, সাইফুল ইসলাম, ও আ: কুদ্দুস মিয়া।