কুমিল্লার হোমনায় জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধনের পর হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ উপজেলা পর্যায়ে এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আজগর আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, আবাসিক ডা. মো. শহিদুল্লাহ, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন প্রমুখ। এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানটি দর্শনার্থীদের জন্য প্রজেক্টরে প্রদর্শন করা হয়।