সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় মঙ্গলবার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জাতীয় সাস্থ্যসেবা সপ্তাহ ২০১৯ এর বর্নাঢ্য উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ১ শৈলকুপা আসনের এমপি আবদুল হাই, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন,সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার ইউনুস,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, মুক্তিযুদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার রহমত আলী মন্টু,মনোয়ার হোসেন মালিতা,উপজেলা ভাইস চেয়ারম্যান শামিম হোসেন মোল্যা, বীরমুক্তি যোদ্ধা সাবেক চেয়ারম্যান তোজ্জামেল হোসেন মিয়া (তুজাম) প্রমুখ।ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠান ঢাকার সাথে একযোগে উদযাপন করা হয়।