রংপুর মেট্রোপলিটন পুলিশ গতকাল সোমবার মেট্রো পুলিশ লাইন্স মাঠে বাঙ্গালী জাতির ঐতিহ্যবাহী উৎসব বর্ষবরন অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠান সুচির মধ্যে ছিলো পহেলা বৈশাখ উদযাপন,মেট্রোপুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্টান।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এসব কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ আব্দুল্লাহ আল ফারুক, কমিশনার কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইদ্রিস আলী ও সাধারন সম্পাদক সুশান্ত ভৌমিক সহ মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ।