কেন্দ্র অনুমোদিত নব-গঠিত জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু’র ম্যুরালে পুস্পমাল্য অর্পন ও রংপুর জেলা প্রশাসক, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবার কমিটির অনুমোদিত তালিকা ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। গতকাল সোমবার সকাল ১১টায় নব-গঠিত রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ এর নেতৃত্বে সকল নেতৃবৃন্দ নগরীর ডিসিরমোড়ে বঙ্গবন্ধু’র ম্যুরালে পুস্পমাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন নব-গঠিত রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুস্তম আলী, সহ-সভাপতি ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর রহমত উল্লাহ্ বাবলা, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, জাকির হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সমসের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩২নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব মোর্শেদ শামীম, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজু, যুগ্ম সাধারণ সম্পাদক মধু মিয়া, সফিউর আলম মানিক, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক এম এ মালেক মুকুল, মহিলা বিষয়ক সম্পাদক নুপুর রহমান, মহিলা নেত্রী সাহিদা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু’র ম্যুরালে পুস্পমাল্য অর্পন শেষে নব-গঠিত রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এমএ মজিদ রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহম্মদ আবদুল আলীমকে ফুলের শুভেচ্ছা জানান ও কমিটির অনুমোদিত তালিকা প্রদান করেন।