কয়রায় জোর পুর্বক জমি দখল ও হারির টাকা না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামের মৃত সুনীতি বাছাড়ের পুত্র পুষ্পেন বাছাড়। গত সোমবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, আমার হড্ডা মৌজায় ২৫৭ খতিয়ানে ৬.১৮ একর জমি আছে। ঐ জমি আমি মৌখিকভাবে হারি প্রদান করি হড্ডা এলাকার তরুন প্রকাশ রায় ও তার পুত্র চন্দন রায়কে। আমার ঐ জমি প্রতি বছর বিঘা প্রতি ৭ হাজার টাকা করে হারি দেওয়ার কথা থাকলেও জোর জবরানে দির্ঘ ৫ বছর আমার হারির টাকা না দিয়ে নানা টালবাহানা করে আসছে। আমি আমার জমির হারির টাকা চাইতে গেলে তারা পিতা-পুত্র আমাকে ভয়ভীতি প্রদর্শন করে হারির টাকা না দিয়ে তাড়িয়ে দেয়। এরপর আমি জানতে পারি আমার ঐ সম্পত্তি আমার অনুপস্থিতিতে নোটারী পাবলিকের মাধ্যমে প্রতরনা করে ১ টি ভুয়া ডিড করে নিয়েছে। ভুয়া ডিডির বিরুদ্ধে আমি কয়রা উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১ টি মামলা দায়ের করি যার নং-৩৫/১৯। ওই সম্পত্তি শুধু জাল ডিড করে তারা ক্ষ্যান্ত হয়নি। তারা আমার স্বাক্ষর জাল করে হারির খাতায় সই করে নেওয়ার কথা অনেক যায়গায় বলে বেড়াচ্ছে। এ ধরনের কোন কাগজে আমি স্বাক্ষর কোন দিনও করেনি। সম্পুর্ণ জাল জালিয়াতির মাধ্যমে তারা এ ধরনের কাজ করে যাচ্ছে। আমি সম্প্রতি সকল নিয়ম কানুন মেনে স্থানীয় মহেশ্বরীপুর এলাকার সবুর শিকারির নিকট আমার জমির ডিড দিয়েছে। তারা আমার ঐ জমি দখল করতে গেলে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আমি অসহায় ব্যাক্তি হওয়ার তাদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নিতে পারছিনা। তিনি আরও বলেন, তরুন প্রকাশ রায় প্রভাবশালী হওয়ার কারণে আমি তার কথায় প্রতিবাদ করতে পারছিনা। সে কোন প্রকার ভাল লোক না। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে ও তার পুত্র আমাকে জমি দখল না নিতে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার জমি দখলে নিতে পারি তর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।