রংপুরের তারাগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবদুল খালেকের বিভিন্ন অনিয়ম এবং দূর্নীতি ও উপজেলা ভোট ডিউটিতে আনসার ভিডিপি নিয়োগে টাকা গ্রহনের বিষয়ে তদন্ত না হওয়ায় ফুরফুরা মেজাজে আছেন বলে জানা গেছে।তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন ইউনিয়নের লিডার, দলনেত্রী এবং গ্রুপ পিসি ও এপিসিরা অভিযোগ করে বলেন, তারাগঞ্জ উপজেলা কর্মকর্তা আবদুল খালেক একজন কৌশলবাজ ও অতি ঘুষখোর কর্মকর্তা। তিনি জেলা অফিসারকে ম্যানেজ করে কোন প্রকার যাছাই বাছাই ছাড়াই উপজেলা ভোট ডিউটিতে গ্রুপ প্রতি ৮ থেকে ৯ হাজার করে প্রায় সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তারা জানান, তারাগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে ৪৩ টি ভোট কেন্দ্র। ৮৬জন পিসি এপিসিসহ ৫১৬ জন আনসার ভিডিপি সদস্য ভোট কেন্দ্রে ডিউটি দিয়েছেন। বেশি টাকার নেয়ার কারণে ভোট ডিউটিতে সাধারন পাবলিককে নেয়া হয়েছে। এব্যপারে কেউ প্রতিবাদ করলে তাকে আনসার ভিডিপি থেকে বহিস্কার করারও হুমকি দিয়েছেন। তারা আরও জানান, বিভিন্ন উপজেলার কর্মকর্তাদের নামে তদন্ত হয়েছে। সেই তদন্ত রিপোর্টগুলো যদি আলোর মুখ দেখতো, সেই তদন্ত অনুযায়ী যদি উপজেলা কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হতো, তাহলে আজ আনসার ভিডিপি বাহিনীর সুনাম ফিরে আসতো সবাই সতর্ক হয়ে আগামি দিনে আর কোন দূর্নীতি বা অনিয়ম করতো না। কিন্তু তদন্ত কর্মকর্তারা সকল অভিযোগের সতত্যা পেয়েও কিসের লোভে কার কারণে তাদেরকে বাচিয়ে দেয়ার ব্যবস্থা করছেন। একারনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছেন মাঠ পর্যায়ের আনসার ভিডিপির সদস্যরা। নাম প্রকাশ না শর্তে উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকারা জানান, এবারের উপজেলা নির্বাচনে আনসার ভিডিপি সদস্যদের বাদ দিয়ে টাকার বিনিময়ে সাধারন পাবলিককে দিয়ে ভোট কেন্দ্র ডিউটি করার সংবাদ বিভিন্ন গন্য মাধ্যমে প্রকাশ হওয়ায় বিভিন্ন উপজেলা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে তদন্ত করে ওই তদন্ত কর্মকর্তারা কি পেয়েছেন সেটা কেউ না জানলেও তদন্তের ফলাফল যে শুন্য এটা সবাই ধরে নিয়েছে। তারা আরও বলেন, তারাগঞ্জ উপজেলা কর্মকর্তা আবদুল খালেকসহ যাদের বিরুদ্ধে এখনও তদন্ত হয়নি তারা নিজেদেরকে দুধে ধোয়া তুলসি পাতা মনে করে ফুরফুরে মেজাজে আছেন। নাম প্রকাশ না করার শর্তে আবদুল খালেকের পাশ্ববর্তী উপজেলার এক আনসার ভিডিপি কর্মকর্তা জানান, আবদুল খালেক সাহেব উপজেলা নির্বাচনে অন্য উপজেলায় বাছাই কমিটির নেতা সেজে নিখুতভাবে বাছাই করার দক্ষতা দেখে সবাই হেসেছিল। কারণ তার উপজেলায় কোন যাছাই বাছাই সে নিজে করেনি, করতেও দেয়নি, সেখানে তিনি অন্য উপজেলায় এসে সার্টিফিকেটের অর্জিনাল কপিতে ও ভুল ধরেন। এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবদুল খালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি ‘বাংলা খবর ২৪ ডম কম কে’ জানান, জেলা কমান্ড্যান্ট যেভাবে বলেছে আমরা সেভাবেই নির্বাচনে আনসার ভিডিপির সমস্য নিয়োগ করেছি। স্যার প্রতিটি উপজেলার মতো আমার এখানেও গ্রুপ দেয়ায় বাছাইয়ে সবাইকে ডাকা হয়নি। তবে টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা কার কাছ থেকে টাকা নিব কি নিবো না সেটা একান্ত আমাদের বিষয়, এখানে মিডিয়ার কি করার আছে, আপনারা যত পারেন আমার বিরুদ্ধে নিউজ করেন। তদন্ত কর্মকর্তারা ফদন্ত করেও আমাদের কিছুই করতে পারবে না বলে তিনি ফোন কেটে দেন। চলবে