নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়নমুলক কাজ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন শনিবার নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভার আয়োজন ছিল।
এতে প্রধান অতিথির বক্তব্যে সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম। তিনি বলেন, যে,যাই বলুক আমরা সরকারের কর্মচারী, আমরা মানুষকে খুশি করার জন্য কিছু বলিনা। সরকার আপনাদের প্রতি আন্তরিক, আপনারাই পারেন সমাজকে সঠিক পথে এনে দেশটাকে এগিয়ে নিতে।
এজন্য সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, বিগত সাড়ে ১৪ বছরে সরকারের গৃহীত বিভিন্ন সময়োপযোগী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ফলে শিক্ষা খাতে প্রশংসনীয় সাফল্য অর্জিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম। উপস্থিত ছিলেন, রংপুর সার্কেল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদী, নীলফামারী সরকারী কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, নীলফামারী সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ ওবায়দুল আনোয়ার ও জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন স্কুল কলেজ প্রধানগন।