কচুয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সকাল ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন,দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ও সবশেষে এক আলেঅচনা সভা অনুষ্ঠিত। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যন নাজমা সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কচুয়া উপজেলা পরিষদ মোঃ ফিরোজ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন তাসলিমা বেগম,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমীর বরন পাইক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মেহেদী মান্না,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কচুয়া উপজেলার সাধারন সম্পাদক শিক্ষক শেখ মনিরুজ্জামান, সহসভাপতি তুষার রায় রনি,সদস্য প্রদ্যুৎ কুমার মন্ডল,সুবল দত্ত,গৌরি রানী শিকদার ও মুক্তি রানী প্রমুখ।