চাঁদপুর শহরের প্রধান পাইকারি বাজার পুরানবাজারের এক ব্যবসায়ির প্রায় আড়াই কোটি টাকার পণ্য আটা,ময়দা,চিনি ও ভোজ্য তেল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।
গত শুক্রবার সকালে মেঘনা নদীর মুন্সিগঞ্জ গজারিয়া কোস্টগার্ড জেটি এলাকায় ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারের সব পণ্য ভিজে ক্ষতিগ্রস্ত হলেও ট্রলার চালকসহ শ্রমিকদের কেউ হতাহত হয়নি।
এ তথ্য নিশ্চিত করেন ট্রলার মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি স্বর্গীয় কার্তিক চন্দ্র সাহার ছোট ছেলে বিনু সাহা।
সে জানায় ট্রলারটিতে তাদের বিকে স্টোর নামে চালানের মেঘনা ও সিটি মিলের ৩৫২০ বস্তা চিনি, ৩২০ বস্তা আটা, ৩২০ বস্তা ময়দা ও ৩০ ব্যারেল সয়াবিন তেল ছিল।যার মূল্য ২ কোটি ৫০ লক্ষ টাকা।পুরো মালামালই ভিজে নষ্ট হয়ে গেছে। এই ক্ষয়ক্ষতি কিভাবে পোষাবে তা নিয়ে তারা ভীষণ চিন্তিত।
খবর পেয়ে চাঁদপুর ঘাট থেকে আরেকটি ট্রলার নিয়ে গিয়ে ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধারের দিনভর কাজ শুরু করেন।পরে ভিজা চিনি আটা ময়দার প্যাকেট বস্তাগুলো উদ্ধার করে সংশ্লিষ্ট মিলে পাঠানো হয় বলে জানা যায়।
ট্রলারটির ম্যানেজার স্বপন মাঝি বলেন, শুক্রবার ভোর ছয়টার সময় মালামাল নিয়ে নারায়ণগঞ্জের মেঘনা ঘাট থেকে তাদের ট্রলারটি চাঁদপুর পুরানবাজারের উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ছয়টার দিকে গজারিয়া এলাকায় পৌঁছলে হঠাৎ ঝড়ো বাতাসের ঢেউয়ের পানি উঠে তাদের ট্রলারটি ডুবে যায়।
ট্রলারে সিটি মিলের তীর আটা ময়দা,ভোজ্য তেল ও মেঘনা গ্রুপের ফ্রেশ চিনিসহ প্রায় আড়াই কোটি টাকার মুদি পণ্য ছিলো। এসব মুদি পণ্য পুরানবাজারের পশ্চিম বাজার ঘাটে নামানোর কথা ছিল।
খবর পেয়ে স্থানীয় কোস্টগার্ড ট্রলার ডুবে যাওয়াস্থানটি পরিদর্শন করে খোঁজখবর নিয়েছে বলে জানান ওই মাঝি।
ছবি ক্যাপশনঃ মেঘনা নদীতে চাঁদপুরের ব্যবসায়ির কয়েক কোটি টাকার পণ্য নিয়ে ডুবে যাওয়া ট্রলারটি দেখা যাচ্ছে।
মিজানুর রহমান, চাঁদপুর