খুলনার পাইকগাছায় মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার স্ত্রীকে কর্তৃপক্ষ চাকরি না দেয়ায় মাদ্রসায় তালা দেয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার সকালে প্রতিষ্ঠাতা ও তার লোকজন ওই তালা ঝুঁলিয়ে দেয়। তাৎক্ষণিক গ্রামের হাজার মানুষ মাদ্রাসার তালা ভেঙ্গে ছাত্রীদের ক্লাস করার ব্যবস্থা করে। ঘটনাটি উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যাকটমারি গ্রামে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জান্নাতুল আরাবিয়া ভ্যাকটমারি দারুলউলুম মহিলা মাদ্রসার সুপার আবদুর রব জানান, ২০১০ সালে মুক্তি আবদুল আজিজের পিতা শওকত গাজী ও মামুদা আলতাফ ২ বিঘা জমি মাদ্রাসার অনুকূলে দান করেন। সে জমিতে সৌদি আরবের একটি সংস্থা থেকে ১৬ লাখ টাকা ব্যায়ে গড়ে উঠে এই প্রতিষ্ঠান। করোনাকালীন সময় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগীতায় আবারো শুরু করা হয়। কিন্তু দাতা সদস্যের ছেলে মুক্তি আবদুল আজিজ তার স্ত্রীকে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য নিয়োগ দিতে বলে। কিন্তু কর্তৃপক্ষ নিয়োগ না দেয়ায় শনিবার সকালে মাদ্রাসায় তালা ঝুঁলিয়ে দেয়। এ সময় এলাকাবাসী একযোগে তালা ভেঙ্গে ছাত্রী ও শিক্ষকদের ক্লাস করার সুযোগ করে দেয়। এ বিষয় দাতা সদস্যর ছেলে আবদুল আজিজ জানান, আমার পিতা আমার নামে জমি দিয়ে বলেছিলো এখানে একটি মাদ্রাসা করার জন্য। মাদ্রসা ঠিকমত চলেনা বা ভালো শিক্ষক না থাকায় আমি আমার স্ত্রীকে চাকরি দেয়ার কথা বলি কিন্তু তার না দিতে তালবাহানা করে। যেহেতু আমি মাদ্রসার নামে জমি লিখে দেয়নি সে কারণে আমি মাদ্রসায় তালা ঝুঁলিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান গাজী জানান, মাদ্রাসায় তালা ঝুঁলানো ঠিক হয়নি। আমি তাকে বলেছি রোববার বসে বিষয়টি নিরোসন করবো। তার আগেই তারা তালা ঝুঁলিয়ে দিয়েছে। গ্রামবাসি সে তালা ভেঙ্গে দিয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি শুনে পুলিশ পাঠিয়েছি। মুক্তি আবদুল আজিজকে ডাকা হয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন জানন, এরকম কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।