খুলনা মহানগরীর দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিমের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। কেএমপি পুলিশের সূত্র থেকে জানা যায়, গত শনিবার (১৬ সেপ্টেম্বর) সোয়া ১১ টার সময় দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক ওই থানার মামলা নং-১৪, তারিখ-১৩/৭/২০২৩ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড সংক্রান্তে আসামি মোঃ মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার (২০) পিতা মৃত শামীম জমাদ্দার সাং পাবলা থানা দৌলতপুর খুলনা মহানগীরকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন পাবলা ফকিরপাড়াস্থ হক সাহেবের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার (২০) কে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায়, তার হেফাজতে অবৈধ অস্ত্র ও গুলি রাখা আছে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক ১৭/৯/২৩ ইং তারিখ দিবাগত রাত পৌণে ৩ টার সময় দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের পরিত্যাক্ত দোকান নাজ এন্টারপ্রাইজের মধ্য থেকে আসামীর দেখানো ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে (১) ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (২) ৫টি খয়েরী রংয়ের বোর কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত ওয়ান শুটার গান ও ৫টি ১২ বোর কার্তুজ গামছায় মোড়ানো অবস্থায় একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত ছিলো। এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দারের (২০) বিরুদ্ধে দৌলতপুর থানার মামলা নং-১২, তাং-১৭/০৯/২৩ইং, ধারা-ঞযব অৎসং অপঃ ১৮৭৮ ১৯অ রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি অস্ত্র ও গুলি কোথা থেকে এনেছে, কোথায় ব্যবহার করার পরিকল্পনা ছিলো, তার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে রহস্য উদ্ঘাটনের জন্য আসামীকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে মূল রহস্য উদঘাটন করা হবে। অপর একটি ঘটনায় দৌলতপুর থানা পুলিশের অপর একটি টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১৬ সেপ্টেম্বর ২০২৩ ইং রাত সোয়া ১১ টার সময় ওই থানাধীন পাবলা ফকিরপাড়াস্থ মেসার্স হাসান স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক কারবারি (১) মোঃ আরমিন মোল্লা (২৬) পিতা মোঃ কবির মোল্লা সাং দেয়ানা উত্তরপাড়া থানা দৌলতপুর এবং (২) মোঃ রাকিব হাসান (২০) পিতা মোঃ জাহাঙ্গীর হোসেন সাং পাবলা বণিকপাড়া মৌচাক টাওয়ারের পিছনে থানা দৌলতপুর খুলনা মহানগরীদ্বয়কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে গ্রেপ্তারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১, তাং-১৭/০৯/২৩ ইং, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) সারণির ১০ (ক)।