সাবেক কেন্দ্রীয় যুব ও ছাত্রনেতা, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও রূপসা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলী আকবর শেখ এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেখ আলী আকবর স্মৃতি সংসদের আয়োজনে বুধবার (২৩ আগষ্ট) সকাল ১০ টায় নৈহাটী ইউনিয়নের রহিমনগর কলোনি জামে মসজিদে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা মোল্লা কামরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার এবং সাবেক ছাত্রনেতা সাঈদুর রহমান সগীর এর সঞ্চালনায় এ দোয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সরফুদ্দিন উদ্দিন বিশ্বাস বাচ্চু, মহানগর আ'লীগের পাঠ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সভাপতি চৌধরী রায়হান ফরিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা আ'লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম ডাবলু, জেলা আ'লীগ নেতা অধ্যাক্ষ ফ, ম আবদুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক এম ডি রকিব উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুল গফুর খান, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, আলী আকবর শেখ এর বড় ভাই ওহিদুজ্জামান লাবু, নৈহাটী ইউনিয়ন আ'লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, উপজেলা যুবলীগের আহ্বায়ক এবি এম কামরুজ্জামান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব আশরাফ আলী রাজ, আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে-ফরিদ শেখ, সৈয়দ জিয়াউল আহসান লিপন, সরদার জসিম উদ্দিন, সরদার কামরুল ইসলাম, বাসুদেব রায় চৌধরী, বাদশা মিয়া, সৈয়দ আশিক আহসান লিখন, হারুন অর রশিদ, আসাদুজ্জামান বাবু, সাইফুল ইসলাম, আবদুর রশিদ শেখ, ইউপি সদস্য মাসুম সরদার, বাদল মোল্লা, হায়দার আলী, আবদুল জব্বার শেখ, তারেক আজিজ, আশিক ইকবাল, সাইফুল ইসলাম শাওন, মুন্না শেখ, এহতেশামুল হক, আসাদুজ্জামান ইমু মোল্লা, রেজাউল ইসলাম, আক্তারুজ্জামান লিমু মোল্লা, আজিজুল ইসলাম, আজমাইন ইসলাম আরিয়ান প্রমুখ।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন, হাফেজ জুলফিকার আল মামুন।
এর আগে সকাল সাড়ে ৯ টায় আলী আকবর শেখ এর রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত ও শ্রদ্ধাঅঞ্জলি অর্পণ করা হয়।
অপরদিকে সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখ এর স্মরণে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বাদ আসর শ্রীফলতলার পালেরহাটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া-আলোচনা সভা অনুষ্ঠিত হয়।