রূপসা বাগমারা আল-আকসা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার-২০২৩ সালের ফলাফলে এবারও সফলতা অর্জন করেছে। রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের বাগমারা এলাকায় অবস্থিত এ মাদ্রাসাটি পূর্বের ন্যায় এ বছরও সফলতায় রূপসা উপজেলার মধ্যে শীর্ষে।
(২৮ জুলাই) দাখিল পরিক্ষার এ ফলাফলটি প্রকাশ হয়। এ বছর দাখিল পরীক্ষায় অত্র মাদ্রাসা হতে মোট ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে সফলতার সাথে ৩৬ জন কৃতকার্য্য হয়। ১ জন জিপিএ এ প্লাস, ১৪ জন জিপিএ এ,৭ জন জিপিএ এ মাইনাস ও বাকি ১৪ জন জিপিএ বি গ্রেডে কৃতিত্ব অর্জন করেন। আগামীতে শিক্ষক মন্ডলী ও পরিচালনা পর্ষদের সদস্যদের মাধ্যমে সার্বক্ষনিক তত্বাবধানে ভালো ফলাফলের আশা করেন তাঁরা। এ মাদ্রাসাটিতে পাশের হার ৮১.৮২ পার্সেন্ট এবং বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের এ বছর পাশের হার ৭৪.৭ পার্সেন্ট।