পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এম খোকান কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশেনের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোস্তাফা কামাল, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ, উপজেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খান প্রমুখ। উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারী জানান, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষনা করা হয় নাই। জেলা ও উপজেলা আ.লীগের উদ্যোগে সংগঠনের ওয়ার্ড কমিটির নেতাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে ইউনিয়ন কমিটি ঘোষনা করা হবে।