পিরোজপুরের নাজিরপুরে দিন-দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বাস ভবনে চুরি সংগঠিত হয়েছে। মঙ্গলবার (৩০আগষ্ট) দুুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে থাকা ওই ভবনে এ চুরি সংগঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম জানান, ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে তিনি উপজেলা সরকারী কোয়ার্টারের তার বাসভবনে তালা দিয়ে অফিসের উদ্দেশ্যে যান। দুপুরে বাসায় ফিরে দেখেন তালা ভেঙ্গে কক্ষে থাকা কিছু টাকা ও অফিসিয়াল কাগজ-পত্র সহ তার প্রতিষ্ঠিত বরিশালের বঙ্গবন্ধু সঙ্গীত (দিবা-নৈশ) কলেজের শিক্ষক-কর্মচারীদের নিয়োগ-যোগদানের ফাইল সহ চুরি করে নিয়েছে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।