অব্যাহত লোডশেডিং ও জ¦ালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। রোববার শহরের পোষ্ট অফিস সড়ক অবরোধ করে জেলা বিএনপি এ সমাবেশ করে। এদিকে সপ্তাহের প্রথম দিন সড়ক আটকে সমাবেশ করায় সকাল থেকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী মানুষ ও ব্যাংকে আসা লোকজনের। জেলা বিএনপি’র আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির জেষ্ঠ্য সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুল ইসলাম পিন্টু, জেলা শ্রমিক দলের সভাপতি আবদুস ছালাম বাতেন, কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মাদ, জেলা ছাত্রদল নেতা তানজিদ হাসান শাওন, মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি প্রমূখ।