সারাদেশের মত গাইবান্ধায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয়" আমাদের কর্মই আমাদের ভবিষ্যত, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশই উন্নত জীবন"। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল মতিন। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর উপ-পরিচালক বেলাল উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল হাসান। এছাড়ও জেলার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।