গাইবান্ধার পলাশবাড়ীতে আগামী ২৮ অক্টোবর-২০২১ শেখ রাসেল দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে বৃহস্পতিবার (১৪ অক্টোবার) সকালে উপজেলা পরিষদ টাউনহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধান, সহ-সভাপতি ভিপি রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আফতাব হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর আলম, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহ্ আলম সরকার ছোট বাবা, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।