রংপুরের তারাগঞ্জের ইকরচালিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হারুন অর রশিদ (১৮) নামের এক শিক্ষার্থী মারা গেছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ নুরুজ্জামান জানান, বাড়ি থেকে তারাগঞ্জ যাওয়ার পথে ইকরচালি বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় একটি মোটরসাইকেল। এতে ঘটনাস্থলেই চালক হারুন(১৭) মারা যান। তিনি দোহাজারি এলাকার আজিজুর রহমানের পুত্র। এ সময় আরোহি নজরুল ও হেলালও গুরুতর আহত হয়। তাদেরকে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।