জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার জেলেদের বিকল্প আয়বর্ধক কর্মসুচির আওতায় নিবন্ধিত ১০জেলেকে ভ্যানগাড়ী ও কন্টেইনার প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুন) বেলা ১২টায় উপজেলা মৎস্য অফিসের আয়েজনে ২০২০-২১ অর্থ বছরে রাজশাহী বিভাগীয় মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ১০ জন জেলের মাঝে আয়বর্ধক কর্মসূচির উপকরণ মৎস্য পোনা ও মৎস্য পরিবহনের জন্য ভ্যানগাড়ী বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান, জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্ত রাবেয়া ইয়াসমিন, উপজেলা মৎস্য খামারের ব্যবস্থাপক মহসিন আলী, ক্ষেত্র সহকারী সামছুল আলম প্রমুখ।