রংপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এরা হলেন, কুড়িগ্রাম জেলার বাসিন্দা জুয়েল রানা (২৮) ও সাহাজাদা মিয়া (২৩)।
বুধবার র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা সামুয়ের সাংমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার বিকেল ৩টায় কাউনিয়া উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ এলাকায় সন্দেহভাজন একটি ট্রাক থামানো হয়। এ সময় ট্রাকটির ভেতরে লুকানো ১৫ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ জুয়েল রানা ও সাহাজাদা মিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্যাবকে জানিয়েছে তারা দীর্ঘদিন দরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।