করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানবিক কাজে এগিয়ে এসেছে রংপুর জেলা ছাত্রলীগ। সচেতনতামূলক কার্যক্রম, মাইকিং মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরনসহ লকডাউন পরিস্থিতিতে রমজানের শুরু থেকে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে সেহরীর খাবার ও ইফতার বিতরন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনের নেতৃবৃন্দরা। মঙ্গলবার রাতে নগরীর বোতলা বস্তি, কামাল কাছনা, মেডিকেল মোড়, বঙ্গবন্ধু ম্যূরাল এলাকার ছিন্নমূলদের মাঝে সেহরীর খাবার বিতরন করেন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। এর আগে নগরীর স্টেশন এলাকায় ইফতার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, মোস্তফা পারভেজ জিয়ন, সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, আবু হোসেন, মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন, স্বাস্থ্য সম্পাদক ইয়াসিন আরাফাত শুভ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজীব, ছাত্রলীগ নেতা, আল শাহরিয়ার, মেহেদী হাসান জিম, অভি, কিম শাওন, রাকিবুজ্জামান রাকিব, নয়ন, রেজয়ানুর রহমান রিদয়, সজিবসহ অন্যরা।
জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, করোনাক্রান্তির শুরু থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এ ছাড়া আমাদের সাধ্যমত মানবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে না, ততদিন পর্যন্ত আমাদের সুরক্ষা সামগ্রী বিতরন, খাবার বিতরন কার্যক্রম অব্যহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে কোন মানুষ না খেয়ে থাকবে না, আমরা সেলক্ষ্যে কাজ করে যাচ্ছি।