প্রথম ধাপের ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ শামসু উদ্দীন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত। বৃহস্পতিবার তেলিখালী ইউনিয়নে অন্য কোন প্রার্থী না থাকায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা বেসরকারি ভাবে তাকে নির্বাচিত হিসাবে ঘোষনা দেন।
প্রথম ধাপে ভাণ্ডারিয়ার যে সকল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সে সকল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে কেবল ৩নম্বর তেলিখালী ইউনিয়নে অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামসু উদ্দিন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। অপরদিকে উপজেলার ৫টি ইউনিয়নে ৫জন চেয়ারম্যানের বিপরিতে ২৮টি মনোনয়ন পত্র দাখিল করলে ২১টি বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়। সংরক্ষিত মহিলা সদস্য ১৫টি পদে ৬২টি মনোনয়ন দাখিল করলে এর মধ্যে ৫১টি মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়। সাধারণ ওয়ার্ডে (পুরুষ) ৪৫টি পদে ১৯৯টি মনোনয়ন জমা দিলে এর ১৬০টি বৈধ হিসেবে বিবেচিত হয়।