জেলার আশুগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক বাস্তবায়নাধীন “আশুগঞ্জ আন্তর্জাতিক কন্টেইনার নদী বন্দর স্থাপন” শীর্ষক প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন সংক্রান্ত বিষয়ে স্থানীয় পর্যায়ে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিআইডব্লিউটিএর পরামর্শক প্রতিষ্ঠান কনসালটিং ইন্জিনিয়ার্স লিঃ ও ডিপিসি গ্রুপ অব কনসালটেন্ট বাংলাদেশ এর আয়োজনে ৩০ নভেম্বর সোমবার দুপুরে স্থানীয় মহরমপাড়া আশুগঞ্জ প্রকল্প এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিআইডব্লিউটিএর প্রকল্প পরিচালক তত্বাবধায়ক প্রকৌশলী মো. সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ নৌ পুলিশের এএসপি মো. হুমায়ুন কবির আকন্দ, পরিবেশ বিভাগের উপপরিচালক মো. নূরুল আমিন, ডিপিসি গ্রুপের অর্থ সামাজিক পরামর্শক হাসিবুন নাহার খানম ও সৌরভ রায় ,আশুগঞ্জ -ভৈরব নদীবন্দরের বন্দর কর্মকর্তা মো. শহীদউল্লাহ,, আশুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,সহকারি কমিশনার(ভূমি) ফিরোজা পারভীন লিমা ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফিউদ্দিন, চরচারতলা ইউপি চেয়ারম্যান হাজী জিয়াউদ্দিন খন্দকার,বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, পরিবহন ঠিকাদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুমেল মুন্সিসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা পরিবেশ ও আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়ন সংক্রান্ত বিষয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।