শিমুলিয়াকাঁঠালবাড়ি নৌ রুটে ৩০দিনে ধরে রাতে ফেরি সার্ভিস বন্ধ থাকায় ঘাটের দুপাড়ে দুর্ভোগে পরেছে শত শত যানবাহন সহ সাধারন যাত্রীরা।
নাব্য সঙ্কটের কারণে এনৌরুটে রাতে সকল প্রকার ফেরি বন্ধের পর আজ (২৬ সেপ্টেম্বর) শনিবার সকালে শিমুলিয়া ঘাট থেকে সীমিত আকারে ছোট ও মিডিয়েম মিলে মাত্র ৬টি ফেরি ওয়ান ওয়ে সিস্টেম ছারাই চলাচল করছে। তাছাড়া এ বহরের,রোরো ও ডাম্প ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় প্রতিদিন হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন। সকাল থেকে পারাপারের অপেক্ষায় আছে দু পাড়ে ট্রাক, কাভার্ড ভ্যান, বাস ,পিকআপ,ও কার সহ শত শত,ছোট বড় বহু যানবাহন। গত এক মাস ধরে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দিনের বেলায় লঞ্চ ও স্পিডবোট বোটে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে পদ্মা পার হচ্ছেন দক্ষিন বঙ্গের ২৩ জেলার সাধারন যাত্রীরা। মাওয়া বিআইডব্লিউটিসির এজিএম মোঃ শফিকুল ইসলাম জানান,শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে চ্যানেলের অবস্থা খুবই খারাপ।তাই ছোট ছোট ফেরি চালাতেই কষ্ট হচ্ছে। চ্যানেল নাব্য সঙ্কটের কারণে ফেরি চলাচলের উপযোগী না থাকায় বড় ফেরি চলাচল করতে পারছে না। তাছাড়া মধ্যেরাতে কাঁঠালবাড়ী থেকে ছেড়ে আশা শিমুলিয়া ঘাটমুখী রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নদীর ডুবোচরে আটকা পড়ে। তা উদ্ধার করা সম্ভব হয় পরেরদিন। কাজেই রাতে ফেরি গুলো চলাচলে ঝুকি থেকেই যায়। বিগত কয়েকদিন ধরে প্রায়ই নদীর চরে অনেক ফেরী আটকা পড়েছে। তাছারা আটকে পরা রো রো ফেরিটি উদ্ধারে অনেক সময় বেশি লেগে যায়।পদ্মা নদীতে তীব্র স্রােত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে দুর্ঘটনা এরাতে রাতে ফেরি বন্ধ রাখা হয়।