সম্প্রতি সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণকারী নড়াইলের লোহাগড়া পৌর এলাকার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জলিল মোল্যার পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে খলিশাখালী গ্রামে অসুস্থ বিএনপি নেতা মোঃ জলিল মোল্যা কে দেখতে যান এন,পি,পি”র চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ। তিনি ব্যাক্তিগত তহবিল থেকে জলিলের চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা দেন।
এ সময় এন,পি,পি”র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী শওকত হোসেন, জেলা বিএনপির সহসভাপতি মোঃ জহুরুল কামাল, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা মোঃ আলী হাসান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ হাসান জাহাঙ্গীর সেলিম, নড়াইল জেলা এনপিপির সভাপতি মোঃ বেলাল আহম্মেদ, লোহাগড়া পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিএনপি নেতা মোঃ মোসা মোল্যা, লোহাগড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা মোঃ সাইফুল্লাহ মামুন, যুবদল নেতা আমিন প্রমুখ। এর আগে নেতৃবৃন্দ রাজুপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ভবণের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এন,পি,পি” র চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ মসজিদের উন্নয়নে ১০ হাজার টাকা অনুদান দেবার ঘোষণা দেন।