বুধবার দিবাগত রাতে নড়াইলের কালিয়া উপজেলার বাঁকা বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বাঁকা গ্রামের আরিফ মোল্যা জানান, বুধবার সন্ধ্যার পর প্রতিদিনের মত দোকান বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। পরদিন বৃহস্পতিবার সকালে এসে তিনি দেখতে দোকানটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুন লেগেছে স্থানীয় কেউ বলতে পারেন না। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকানের মালিক জানিয়েছেন।