৫লাখ যৌতুক নিয়ে বাকী দাবিকৃত ৩লাখ টাকার জন্য গৃহবধূ কহিনুর বেগমনকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে যৌতুক লোভী স্বামী যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের বর্তমানে যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া আমতলা টাওয়ারের মোড় ফজলুর করিম টুটুলের বাড়ির ভাড়াটিয়া মৃত রওশন আলী বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম। সদর উপজেলার আন্দুলিয়া গ্রামের নিজাম আলীর মেয়ে কহিনুর বেগম বাদি হয়ে স্বামী রফিকুল ইসলামের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার এজাহার দায়ের করেন বলেন বিগত ১৯৯৭ সালে রফিকুল ইসলামের সাথে তার বিয়ে হয়। বিয়ের ৫/৬ বছর পর থেকে স্বামী রফিকুল ইসলাম তার কাছে ৮লাখ টাকা যৌতুক দাবি করে। এনিয়ে নির্যাতনের মুখে দুই সন্তান হয়। রফিকুল ইসলামের দাবীর মুখে ৫লাখ টাকা যৌতুক প্রদান করে কহিনুর বেগমের পিতার পরিবার। ৫লাখ টাকা যৌতুক পাওয়ার পর পুনরায় বাকী ৩লাখ টাকার জন্য নির্যাতন শুরু করে কহিনুর বেগমের উপর। গত ১৫ মে রাত ১০ টায় শহরের ভাড়া বাড়িতে যৌতুকের ৩লাখ টাকার জন্য রফিকুল ইসলাম কহিনুর বেগমকে মারপিট পূর্বক শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।