মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৬৩ বছর বয়সের মালেক দেওয়ান নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে উপজেলার কোলা ইউনিয়ের থৈরগাঁও গ্রামের মৃত জা'বক্স এর পুত্র। শনিবার সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছ। পুলিশ সূত্রে জানা যায়, স্বজন ও স্থানীয়রা জানিয়েছে, সে লিভার ক্যানসারে ভুগছিলেন। শনিবার ভোর ৫ টার দিকে বাড়ির পাশে আম গাছের ডালায় রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটে।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ইমরান হোসেন জানান, আমরা খবর পেয়ে বাড়ির আঙ্গিনায় নামানে লাশ পাই। তার ডান হাতে একটু ক্ষত ছিল এবং পায়ুপথে রক্ত দেখা গেছে। মামলা হয়েছে, প্রকৃত কারণ ময়না তদন্তের পর বলা যাবে।